বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার
- আপডেট টাইম : ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 96
নিউজ লাইট ৭১: গাজীপুরের টঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার আক্কাস আলীর ছেলে মো.শাহবুদ্দিন (২০), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বিল্লাল মন্ডলের ছেলে বাবু মন্ডল (২০) ও ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার আবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন(১৯) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোরশেদ আলমের ছেলে মো.নয়ন (১৮)।
পুলিশ জানায়, নির্যাতিতা কিশোরী টঙ্গীর ভরান এলাকায় একটি পার্লারে কাজ করতো। শুক্রবার রাতে টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাড়ি ফেরার পথে টঙ্গীর হিমার দিঘি এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতি রোধ করে বখাটেরা।
এসময় ওই কিশোরীর সঙ্গে থাকা ছোট ভাই মো. আলম ও ইজিবাইকের চালককে মারধোর করে কিশোরীকে জোর করে একটি ট্রাকে তুলে নিয়ে ৪ জন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে ইজিবাইক চালক মো.শামিম থানায় গিয়ে আইনগত সহায়তা চাইলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং তাদের হাতেনাতে আটক করে।
ধর্ষিতার পরিবার জানায়, চেরাগ আলী এলাকায় পার্লারের মালিকের বাসায় বিয়ের অনুষ্ঠানে যায় তাদের মেয়ে। তবে রাতে নিরাপত্তার কথা ভেবে ছোটভাইকে সঙ্গে নিলেও রক্ষা হয়নি। মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.জাহিদুল ইসলাম নিউজ লাইট কে জানান, অভিযুক্ত ৪জনই ট্রাক হেলপার। ঘটনার পরপরই ধর্ষণে অভিযোগে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।