যানজট নিরসনে পুলিশকে ৬টি রোড ডিভাইডার দিলো নওগাঁ পিপলস্ সিটি

- আপডেট টাইম : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / 52
নওগাঁ শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে ৬টি রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানী। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জজ কোর্টের সামনের সড়কে পুলিশ সুপার কুতুব উদ্দীন এর কাছে এসব রোড ডিভাইডার হস্তান্তর করেন কোম্পানীটির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ট্রাফিক বিভাগের পরির্দশক মুহাম্মদ আফজাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নওগাঁ পিপলস্ সিটির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর বলেন, ৫ই আগস্টের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশরা। শহরের বিভিন্ন পয়েন্টে যানজট বিগত দিনের তুলনায় অনেকাংশেই বেড়েছে। এই মুহুর্তে কিছু রোড ডিভাইডার কাজে লাগানো গেলে যানজট কিছুটা হলেও কমবে। সেই চিন্তাধারা থেকেই জনদুর্ভোগ কমাতে আমরা ৬টি রোড ডিভাইডার জেলা পুলিশকে উপহার দিয়েছি। যানজট নিরসনে সুষ্পষ্ট রোডম্যাপ তৈরীতে কাজ করছেন পুলিশ সুপার। শীঘ্রই যানজট মুক্ত একটি সুন্দর শহর আমরা দেখবো বলে আশাবাদী। প্রয়োজনে আগামীতে জেলা পুলিশকে আরো রোড ডিভাইডার দিয়ে সহযোগীতা করা হবে।
মেহেদী হাসান / নিউজ লাইট ৭১