কর্মরত বিদেশিরা বছরে কর ফাঁকি দেয় ১২ হাজার কোটি টাকা’
- আপডেট টাইম : ১০:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / 130
নিউজ লাইট ৭১: বাংলাদেশে কর্মরত বিদেশিরা বছরে ১২ হাজার কোটি টাকা কর ফাঁকি দেয় বলে জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, বাংলাদেশে ন্যূনতম ২ লাখ ৫০ হাজার বিদেশি শ্রমিক কর্মরত আছেন। যারা বাংলাদেশ থেকে প্রতিবছর ২৬ হাজার ৪০০ কোটি টাকা নিয়ে যাচ্ছেন।
‘বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাজধানীর মাইডাস সেন্টারে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এই গবেষণা করা হয়েছে। এতে বলা হয়, তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক রয়েছেন। এর মধ্যে ভারতের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর শ্রীলঙ্কা ও চীনসহ ৪৪টি দেশের শ্রমিক রয়েছেন। প্রতি বছর বাংলাদেশে ট্যুরিষ্ট ভিসায় আসা বিদেশিদের একটা বড় অংশ অবৈধভাবে কাজ করে। এরাই মূলত অর্থ পাচারের সঙ্গে জড়িত।