সারা দেশে একযোগে বিতরণ করা হবে এক কোটি চারা
- আপডেট টাইম : ১১:০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / 151
নিউজ লাইট ৭১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি গাছের চারা বিতরণ করা হবে। আগামী ৫ জুন দেশের ৪৮২টি উপজেলায় সরকারিভাবে একযোগে ১ কোটি গাছের চারা রোপণের জন্য আগ্রহী ব্যক্তিদের দেওয়া হবে।
ফলদ, বনজ ও ঔষধিসহ সব ধরনের গাছের চারা থাকবে। তবে দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও দেশের মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজন। সেই লক্ষ্য ও মুজিববর্ষকে সামনে রেখে চারা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালানো হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার লক্ষ্যে পল্লী অঞ্চলের মানুষ যাতে এগিয়ে আসে সে জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হবে। সব ধরনের গাছকে বালাইমুক্ত ও সুস্থ সবল রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।