‘খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করছেন রোজিনা
- আপডেট টাইম : ০৯:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / 104
নিউজ লাইট ৭১: একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। অনেকদিন ধরে শোবিজে অনুপস্থিত তিনি। ধর্ম, ইসলাম ও পরিবার নিয়ে বর্তমান কাটছে তার।
তবে এবার নতুনভাবে আলোচনায় আসলেন রোজিনা। জানালেন, তার মা খাদিজার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দের জুরান মোল্লা পাড়ায় মসজিদ নির্মাণ করছেন তিনি। এছাড়া চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে তার।
এদিকে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করছেন রোজিনা।
এ প্রসঙ্গে রোজিনা গণমাধ্যমকে বলেন, ব্যস্ততার কারণে নিজ এলাকায় যাওয়া হয় না। তাই নিজের এলাকায় যেন বারবার যেতে পারি তাই মসজিদ নির্মাণ করছি। এখানে চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো।
রোজিনা ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। সু-অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।