সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটেই চলেছে
- আপডেট টাইম : ১০:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / 95
নিউজ লাইট ৭১: সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটেই চলেছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মোমেন এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনের তিনি আরো বলেন, আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। এ ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি এগুলো কেন হচ্ছে?
এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ভারত সরকার সবসময় প্রতিশ্রুতি দিয়েছে যে, সীমান্তে একজনও মারা যাবে না। কিন্তু তারপরও হত্যাকাণ্ড ঘটছে।
এ সময় তিনি বলেন, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত, এর মধ্যে কেন এগুলো হবে?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।