বিদেশ যাওয়া-আসায় এখন থেকে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে
- আপডেট টাইম : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / 102
নিউজ লাইট ৭১: বিদেশ যাওয়া-আসায় এখন থেকে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে। আগে ছিল ৫ হাজার ডলার। ডলারের সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করে সোমবার (৩ ফেব্রুয়ারি) সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বছরে ১২ হাজার ডলার পর্যন্ত নেয়ার সীমা বেঁধে দেয়া রয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিদেশ যাওয়া-আসায় সঙ্গে নেয়ার অঙ্ক বাড়িয়ে ৫ হাজার ডলার করা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী, বিশ্বের যেকোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন।
নিয়ম অনুযায়ী, ঘোষণা ছাড়া আনা ডলার অনিবাসী বাংলাদেশিরা ফেরত আসার পর যেকোনো সময় টাকায় ভাঙাতে পারবেন অথবা বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে পারবেন। তবে এই পরিমাণের বেশি ডলার ঘোষণা দিয়ে আনার ৩০ দিনের মধ্যে টাকায় ভাঙাতে হয়।
শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে। এখন ১০ হাজার ডলার পর্যন্ত আনার ক্ষেত্রে কোনো ঘোষণার প্রয়োজন হবে না।