একসাথে কারিনা-সারা
- আপডেট টাইম : ০৯:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / 143
নিউজ লাইট ৭১: সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও সারা আলি খানকে একটি রেডিও শোতে একসঙ্গে দেখা গিয়েছে। ছবিতে সারাকে চেক শার্টে দারুণ চনমনে দেখিয়েছে, এবং কারিনাকে যথারীতি গ্ল্যামারাস দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দুই অভিনেত্রীকে শুটিং শেষে একসঙ্গে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
ভিডিওতে সারা ও কারিনাকে একে অপরের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে। সারাকে খুব শিগগিরই লাভ আজকাল সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে। অন্যদিকে অক্ষয় কুমারের সঙ্গে কারিনার গুড নিউজ সিনেমা সম্প্রতি বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে।
সৎমা কারিনার সঙ্গে সারার সম্পর্ক বরাবরই ভালো ছিল অন্তত সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটাই বোঝা যেত। ভিডিওতে যথারীতি সেটাই দেখা গেলো।
কারিনা কাপুর খানের জনপ্রিয় রেডিও শো হোয়াট উইমেন ওয়ান্টের এ সারাকে নিয়ে হাজির হয়েছিলেন। কারিনা কাপুর এর আগে তার স্বামী সাইফ আলি খান, শাশুড়ি শর্মিলা ঠাকুর এবং সৎ কন্যা সারা আলি খানের প্রেমিক কার্তিক আরিয়ানের সাথে তার রেডিও শো হোয়াট উইমেন ওয়ান্টের পর্বগুলো করেছেন।