নাশকতার তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
- আপডেট টাইম : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / 29
মঙ্গলবার যশোরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচন ঘিরে নাশকতার তথ্য দিলে তথ্যদাতাকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
তিনি বলেন, যে বা যারা নাশকতা করবে কিংবা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকা চিহ্নিত করেছি।
মঙ্গলবার (২ জানুয়ারি) যশোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচন নিয়ে একটি পক্ষ নাশকতা চালানোর চেষ্টা করছে। যদি কেউ আমাদের কাছে এ ধরনের তথ্য দেয় তাহলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়া হবে। তথ্যর ওপর ভিত্তি করে প্রয়োজনে এ পরিমাণ আরও বাড়ানো হবে।
তিনি বলেন, যিনি তথ্য দিবেন তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়।
আইজিপি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে।
এর আগে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
এসময় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১