বিএনপির জন্ম ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে : শেখ হাসিনা
- আপডেট টাইম : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / 52
ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ও রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম, তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিদেশিদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে শনিবার আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১৫ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই এই উন্নয়নটা হয়েছে।
এদিন বিকেলে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা মঞ্চে যোগ দেন শেখ হাসিনা। রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো কালকিনিতে গেলেন তিনি।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, আবার ক্ষমতায় এলে লন্ডন থেকে ধরে এনে তারেক জিয়াকে মানুষ পোড়ানোর জন্য সমুচিত জবাব দেয়া হবে। বিএনপি–জামায়াতের ক্ষমতায় আসার আর কোনো যোগ্যতা নেই। কারণ, তারা খুনিদের দল, যুদ্ধাপরাধীদের দল।
এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন।
নিউজ লাইট ৭১