ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নরসিংদীর জনসভায়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 68

নরসিংদীর জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

এদিকে, জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার ও ব্যানার হাতে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসভাস্থলে এসেছেন। নরসিংদীর সব উপজেলা থেকে বাস ও ট্রাকযোগে খণ্ড খণ্ড মিছিল আসে।

এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে নরসিংদী পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর পৌনে ১টায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নরসিংদীর প্রধান প্রধান সড়কে এখন সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার আর ফেস্টুন শোভা পাচ্ছে। সব কিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছার বার্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রধানমন্ত্রী নরসিংদীর জনসভায়

আপডেট টাইম : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

এদিকে, জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার ও ব্যানার হাতে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসভাস্থলে এসেছেন। নরসিংদীর সব উপজেলা থেকে বাস ও ট্রাকযোগে খণ্ড খণ্ড মিছিল আসে।

এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে নরসিংদী পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর পৌনে ১টায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নরসিংদীর প্রধান প্রধান সড়কে এখন সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার আর ফেস্টুন শোভা পাচ্ছে। সব কিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছার বার্তা।

নিউজ লাইট ৭১