প্রায় ৮০ কোটি টাকার কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।
- আপডেট টাইম : ১২:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / 149
নিউজ লাইট ৭১ রিপোর্ট: মুন্সীগঞ্জে নয়টি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৮০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করার পর ধ্বংস করা হয়েছে। এসময় ২১ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুরে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড ও মৎস্য দপ্তর অভিযানে সহযোগিতা করে এছাড়া নয় কারখানাকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অভিযানে মোট চার কোটি এক লাখ ৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর আনুমানিক বাজার দর ৮০ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়া এসময় নয়টি কারখানার ২১ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করে। জব্দ করা জাল রাতে মুক্তারপুরের কাছে ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়।
জাটকা রক্ষা কার্যক্রম বেগবান করার জন্য এই অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, এই জাল জাটকা, ডিম, লার্ভা, পোনা ধ্বংস করে দেয়। এই জাল অবৈধ। জালের ব্যবহার বন্ধে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই অভিযান চালানো হয়।