ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য মেলা দর্শক খরায় ভুগছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / 114

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত এক সপ্তাহেও আশানুরূপ দর্শক-ক্রেতা টানতে পারেনি। বাণিজ্য মেলা দর্শক খরায় ভুগছে। ক্রেতা ও দর্শনার্থী খরা থেকে বের হয়ে আসতে পারছে না বাণিজ্য মেলা। মেলার প্রথম সপ্তাহের শেষ দিনেও ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেশ কম দেখা গেছে।

ক্রেতা-দর্শনার্থী কম থাকায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে। তবে বিকেলের দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছু বাড়লেও তা মন ভরাতে পারছে না অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর মেলার প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থী কম থাকে। তবে এবার সকল সময়ের চেয়ে কম দর্শনার্থীর আগমন ঘটেছে।

দর্শনাথী কম থাকায় বিক্রিও কম হচ্ছে। এমন কি একটি স্টল বা প্যাভিলিয়ন পরিচালনা করতে প্রতিদিন তাদের যে খরচ হয়ে থাকে, সেই খরচের টাকাও তারা তুলতে পারছেন না।

বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর খরা দেখা দিলেও সামনে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন। তারা মনে করছেন, আগামী সপ্তাহ থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে বাণিজ্য মেলা জমজমাট হয়ে ওঠবে।

পাটরঙ প্যাভিলিয়নের বিক্রয়কর্মী মোক্তার হোসেন বলেন, গত কয়েক বছর যাবত তিনি মেলায় দায়িত্ব পালন করছেন। প্রতি বছরই তিনি দেখেছেন, শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকে। তবে এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা যেকোনো বছরের তুলনায় অনেক কম।

তিনি বলেন, গত বছরের সঙ্গে তুলনা করলে আমি বলবো, এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ৭৫ ভাগ কম দেখা যাচ্ছে। তাদের স্টলে মোটামুটি ক্রেতা-দর্শনার্থী আসছে। এতে বিক্রি কিছুটা হচ্ছে। কিন্তু পরিমাণ এতই কম যে, প্রতিদিনে খরচই উঠছে না, বলেও তিনি জানান।

বেক্সটেক্সের এক বিক্রয়কর্মী বলেন, মেলার শুরু থেকেই তারা তাদের পণ্যগুলো সাজিয়ে রেখেছেন। কিন্তু তারা ক্রেতার সংকটে রয়েছেন। গত কয়েক দিনে হাতেগোনা কয়েকটি পণ্য বিক্রি হয়েছে। তবে তারা আশা ছাড়ছেন না। আগামী সপ্তাহ থেকেই তাদের বিক্রি বাড়বে বলে তিনি আশা করেন।

মিনিস্টার প্যাভিলনের বিক্রয়কর্মীরা বলেন, অতীত অভিজ্ঞতায় তারা দেখেছেন— বাণিজ্য মেলায় মূলত বিক্রি হয় শেষ সপ্তাহে। তবে এর মধ্যে শুক্রবার বা শনিবারে ক্রেতা-দর্শনার্থীদের চাপ থাকে।

নাবিস্কোর বিক্রয় প্রতিনিধি বলেন, মেলার এক সপ্তাহ পরও তারা আশনুরূপ বিক্রি করতে পারেননি। গত বছর মেলার প্রথম সপ্তাহে তারা যে পরিমাণ বিক্রি করেছিলেন, এবার তার চেয়ে ৬০ ভাগ কম বিক্রি হয়েছে।

Tag :

শেয়ার করুন

বাণিজ্য মেলা দর্শক খরায় ভুগছে

আপডেট টাইম : ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত এক সপ্তাহেও আশানুরূপ দর্শক-ক্রেতা টানতে পারেনি। বাণিজ্য মেলা দর্শক খরায় ভুগছে। ক্রেতা ও দর্শনার্থী খরা থেকে বের হয়ে আসতে পারছে না বাণিজ্য মেলা। মেলার প্রথম সপ্তাহের শেষ দিনেও ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা বেশ কম দেখা গেছে।

ক্রেতা-দর্শনার্থী কম থাকায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে। তবে বিকেলের দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছু বাড়লেও তা মন ভরাতে পারছে না অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর মেলার প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থী কম থাকে। তবে এবার সকল সময়ের চেয়ে কম দর্শনার্থীর আগমন ঘটেছে।

দর্শনাথী কম থাকায় বিক্রিও কম হচ্ছে। এমন কি একটি স্টল বা প্যাভিলিয়ন পরিচালনা করতে প্রতিদিন তাদের যে খরচ হয়ে থাকে, সেই খরচের টাকাও তারা তুলতে পারছেন না।

বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর খরা দেখা দিলেও সামনে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন। তারা মনে করছেন, আগামী সপ্তাহ থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে বাণিজ্য মেলা জমজমাট হয়ে ওঠবে।

পাটরঙ প্যাভিলিয়নের বিক্রয়কর্মী মোক্তার হোসেন বলেন, গত কয়েক বছর যাবত তিনি মেলায় দায়িত্ব পালন করছেন। প্রতি বছরই তিনি দেখেছেন, শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকে। তবে এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা যেকোনো বছরের তুলনায় অনেক কম।

তিনি বলেন, গত বছরের সঙ্গে তুলনা করলে আমি বলবো, এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ৭৫ ভাগ কম দেখা যাচ্ছে। তাদের স্টলে মোটামুটি ক্রেতা-দর্শনার্থী আসছে। এতে বিক্রি কিছুটা হচ্ছে। কিন্তু পরিমাণ এতই কম যে, প্রতিদিনে খরচই উঠছে না, বলেও তিনি জানান।

বেক্সটেক্সের এক বিক্রয়কর্মী বলেন, মেলার শুরু থেকেই তারা তাদের পণ্যগুলো সাজিয়ে রেখেছেন। কিন্তু তারা ক্রেতার সংকটে রয়েছেন। গত কয়েক দিনে হাতেগোনা কয়েকটি পণ্য বিক্রি হয়েছে। তবে তারা আশা ছাড়ছেন না। আগামী সপ্তাহ থেকেই তাদের বিক্রি বাড়বে বলে তিনি আশা করেন।

মিনিস্টার প্যাভিলনের বিক্রয়কর্মীরা বলেন, অতীত অভিজ্ঞতায় তারা দেখেছেন— বাণিজ্য মেলায় মূলত বিক্রি হয় শেষ সপ্তাহে। তবে এর মধ্যে শুক্রবার বা শনিবারে ক্রেতা-দর্শনার্থীদের চাপ থাকে।

নাবিস্কোর বিক্রয় প্রতিনিধি বলেন, মেলার এক সপ্তাহ পরও তারা আশনুরূপ বিক্রি করতে পারেননি। গত বছর মেলার প্রথম সপ্তাহে তারা যে পরিমাণ বিক্রি করেছিলেন, এবার তার চেয়ে ৬০ ভাগ কম বিক্রি হয়েছে।