ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিক সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে: জয়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / 27

সজীব ওয়াজেদ জয়। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক উদ্যোগকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলো বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার এক টুইট বার্তায় এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ জাতিসংঘ স্বীকৃত দিয়েছে। এ জন্য গত ১৯ সেপ্টেম্বর ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের একটি দল শেখ হাসিনাকে বিশেষ সম্মানে ভূষিত করেন।

টুইট বার্তায় তিনি লেখেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করা হয়েছিল। ২০০১ সাল পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৭২৩টি কমিউনিটি ক্লিনিক ছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে প্রতিটি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। সেসময় এসব কমিউনিটি ক্লিনিকগুলো জুয়া ও মাদক সেবনের স্পটে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে পুনরায় বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ক্লিনিকগুলো চালু করে। এই ক্লিনিকগুলো বর্তমানে বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে।

বর্তমানে, সারাদেশে ১৪ হাজার ২০০টি ক্লিনিক মানুষের সেবা দিয়ে যাচ্ছে। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১.১৪ বিলিয়ন রোগী এই ক্লিনিকগুলো থেকে সেবা গ্রহণ করেছে।

ইউনাইটেড নেশনস ও ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল শুধুমাত্র বিশ্বজুড়ে যাদের পাবলিক হেলথ কেয়ারের প্রয়োজন তাদের সাহায্য করে।

শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশের জনগণকেই নয়, বর্তমানে সারা বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষকেও সাহায্য করে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কমিউনিটি ক্লিনিক সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে: জয়

আপডেট টাইম : ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক উদ্যোগকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলো বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার এক টুইট বার্তায় এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ জাতিসংঘ স্বীকৃত দিয়েছে। এ জন্য গত ১৯ সেপ্টেম্বর ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের একটি দল শেখ হাসিনাকে বিশেষ সম্মানে ভূষিত করেন।

টুইট বার্তায় তিনি লেখেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করা হয়েছিল। ২০০১ সাল পর্যন্ত সারা দেশে ১০ হাজার ৭২৩টি কমিউনিটি ক্লিনিক ছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে প্রতিটি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। সেসময় এসব কমিউনিটি ক্লিনিকগুলো জুয়া ও মাদক সেবনের স্পটে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে পুনরায় বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ক্লিনিকগুলো চালু করে। এই ক্লিনিকগুলো বর্তমানে বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে।

বর্তমানে, সারাদেশে ১৪ হাজার ২০০টি ক্লিনিক মানুষের সেবা দিয়ে যাচ্ছে। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১.১৪ বিলিয়ন রোগী এই ক্লিনিকগুলো থেকে সেবা গ্রহণ করেছে।

ইউনাইটেড নেশনস ও ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল শুধুমাত্র বিশ্বজুড়ে যাদের পাবলিক হেলথ কেয়ারের প্রয়োজন তাদের সাহায্য করে।

শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশের জনগণকেই নয়, বর্তমানে সারা বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষকেও সাহায্য করে।

নিউজ লাইট ৭১