ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইনমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 18

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

বিচার না-হওয়া পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না-হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগিরই তা মন্ত্রীসভায় উঠবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। এলআরএফ সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ভূঁঞা। এ সময় আইনমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না-থাকার সত্ত্বেও, কেন তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায়, সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। অসুস্থতাজনিত কারণে তার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয়েছে। সুস্থ হয়ে খালেদা জিয়া এখন রাজনীতি করতে চাইলে তাকে আগে সাজার বাকি অংশ ভোগ করতে হবে। এটিই হচ্ছে আইনের বিধান।

উগান্ডা ও নাইজেরিয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নতুন ভিসা নীতি ঘোষণায় জাতিকে বিব্রত ও হেয় করেছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাদের কারও জন্যই মর্যাদার নয়। এ নীতি আমাকে হেয় করেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আইনমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন

আপডেট টাইম : ০৬:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

বিচার না-হওয়া পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না-হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগিরই তা মন্ত্রীসভায় উঠবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। এলআরএফ সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ভূঁঞা। এ সময় আইনমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না-থাকার সত্ত্বেও, কেন তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায়, সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। অসুস্থতাজনিত কারণে তার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয়েছে। সুস্থ হয়ে খালেদা জিয়া এখন রাজনীতি করতে চাইলে তাকে আগে সাজার বাকি অংশ ভোগ করতে হবে। এটিই হচ্ছে আইনের বিধান।

উগান্ডা ও নাইজেরিয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নতুন ভিসা নীতি ঘোষণায় জাতিকে বিব্রত ও হেয় করেছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাদের কারও জন্যই মর্যাদার নয়। এ নীতি আমাকে হেয় করেছে।

নিউজ লাইট ৭১