ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • / 18

ফাইল ছবি

রাজধানীতে শুক্রবার (২১) বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার রাতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মহানগর ও আশেপাশের এলাকা এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় শুক্রবার বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শনিবার ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে শুক্র ও শনিবারসহ ঈদের ছুটিতে সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বৃষ্টি হবে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে আর এতে কমে যাবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে

আপডেট টাইম : ১২:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

রাজধানীতে শুক্রবার (২১) বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার রাতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মহানগর ও আশেপাশের এলাকা এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় শুক্রবার বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শনিবার ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে শুক্র ও শনিবারসহ ঈদের ছুটিতে সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বৃষ্টি হবে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে আর এতে কমে যাবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজ লাইট ৭১