প্রধানমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের’ কথা লিখলেন
- আপডেট টাইম : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / 22
বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করতে গিয়ে দেশ নিয়ে আগামী দিনের ভাবনার কথা লিখেছেন। বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার স্বপ্নের কথা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী এসব কথা লিখেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে লিখেন, স্বাধীনতাযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলমান।
সরকারপ্রধান লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন নেছাকে। আমার দুই মুক্তিযোদ্ধা ভাই শেখ কামাল ও শেখ জামালকে। আমার ১০ বছরের ছোট ভাই রাসেলকে। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আরও যারা শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনের প্রতি জানাই আমার শ্রদ্ধা। কোনো আত্মদান বৃথা যায় না।
মন্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।
নিউজ লাইট ৭১