ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার নতুন নগর পিতা রিফাত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / 27

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ক্ষমতাসীন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা সম্পন্ন করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশনটির ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, কুসিক নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৪টি ভোট পড়ে। আর বাতিল হয় ৩১৯ ভোট। এছাড়া মোট ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কুমিল্লার নতুন নগর পিতা রিফাত

আপডেট টাইম : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ক্ষমতাসীন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা সম্পন্ন করে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশনটির ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, কুসিক নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৪টি ভোট পড়ে। আর বাতিল হয় ৩১৯ ভোট। এছাড়া মোট ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ।

নিউজ লাইট ৭১