ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যহা‌তির মর‌দেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 30

নিহত হাতি (ছবি : নিউজ লাইট ৭১)

শেরপুরের ঝিনাইগাতীতে এক বন্যহাতির মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৯ ফেব্রুয়া‌রি) সকা‌লে গারো পাহাড়ের হালচা‌টির গজনী বিটের আঠারো ঝোড়া এলাকার ১১০২ নম্বর পিলা‌রের ভেতর থে‌কে ওই মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হ‌চ্ছে, অসুস্থতাজ‌নিত কার‌ণে হা‌তি‌টি মারা গে‌ছে।

স্থানীয়রা জানায়, গত ক‌য়েকদিন ধ‌রে ভারত থেকে খা‌দ্যের সন্ধা‌নে উপ‌জেলার হালচা‌টি এলাকা লোকাল‌য়ে না‌মে। এরপর থে‌কেই সীমান্তবর্তীর বি‌ভিন্ন টিলায় অবস্থান নেয় ক‌য়েক‌টি হা‌তিল দল।

গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ব‌লেন, সকা‌লে আমরা সংবাদ পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে মৃত অবস্থায় এক‌টি হা‌তি দেখ‌তে পাই। প‌রে উপ‌জেলা প্রাণিসম্পদকে অব‌হিত কর‌লে তারা ঘটনাস্থ‌লে আ‌সেন এবং মৃত হা‌তি‌টির নমুনা সংগ্রহ ক‌রেন। কী কার‌ণে হা‌তি‌টি মারা গে‌ছে তা ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ঝিনাইগাতী উপ‌জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, প্রাথ‌মিকভা‌বে আমরা ধারণা কর‌ছি, খা‌দ্যের বিষ‌ক্রিয়ায় হা‌তি‌টির মৃত‌্যু হয়। হাতিটির বয়স আনুমা‌নিক ১০ হতে ১২ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং স্ত্রী জাতের হাতি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে প্রকৃতি ও পরিবেশবাদী বি‌ভিন্ন সংগঠন।

প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন ব‌লেন, শেরপুরের গারো পাহাড়ে একের পর এক হাতির মৃত্যু ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। এসব হাতিকে নানা উপায়ে হত্যা করা হলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি হাতি হত্যার ব্যাপারে মামলা হলেও বাকিগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে গারো পাহাড়ে হাতি হত্যা থামছেই না। হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর মূল কারণ উদঘাটন করার জন্য এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ‌্য, গত তিনমাসে জেলায় চারটি হাতির মৃত্যু হ‌য়ে‌ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বন্যহা‌তির মর‌দেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে এক বন্যহাতির মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৯ ফেব্রুয়া‌রি) সকা‌লে গারো পাহাড়ের হালচা‌টির গজনী বিটের আঠারো ঝোড়া এলাকার ১১০২ নম্বর পিলা‌রের ভেতর থে‌কে ওই মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হ‌চ্ছে, অসুস্থতাজ‌নিত কার‌ণে হা‌তি‌টি মারা গে‌ছে।

স্থানীয়রা জানায়, গত ক‌য়েকদিন ধ‌রে ভারত থেকে খা‌দ্যের সন্ধা‌নে উপ‌জেলার হালচা‌টি এলাকা লোকাল‌য়ে না‌মে। এরপর থে‌কেই সীমান্তবর্তীর বি‌ভিন্ন টিলায় অবস্থান নেয় ক‌য়েক‌টি হা‌তিল দল।

গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ব‌লেন, সকা‌লে আমরা সংবাদ পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে মৃত অবস্থায় এক‌টি হা‌তি দেখ‌তে পাই। প‌রে উপ‌জেলা প্রাণিসম্পদকে অব‌হিত কর‌লে তারা ঘটনাস্থ‌লে আ‌সেন এবং মৃত হা‌তি‌টির নমুনা সংগ্রহ ক‌রেন। কী কার‌ণে হা‌তি‌টি মারা গে‌ছে তা ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ঝিনাইগাতী উপ‌জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, প্রাথ‌মিকভা‌বে আমরা ধারণা কর‌ছি, খা‌দ্যের বিষ‌ক্রিয়ায় হা‌তি‌টির মৃত‌্যু হয়। হাতিটির বয়স আনুমা‌নিক ১০ হতে ১২ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং স্ত্রী জাতের হাতি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে প্রকৃতি ও পরিবেশবাদী বি‌ভিন্ন সংগঠন।

প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন ব‌লেন, শেরপুরের গারো পাহাড়ে একের পর এক হাতির মৃত্যু ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। এসব হাতিকে নানা উপায়ে হত্যা করা হলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি হাতি হত্যার ব্যাপারে মামলা হলেও বাকিগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে গারো পাহাড়ে হাতি হত্যা থামছেই না। হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর মূল কারণ উদঘাটন করার জন্য এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ‌্য, গত তিনমাসে জেলায় চারটি হাতির মৃত্যু হ‌য়ে‌ছে।

নিউজ লাইট ৭১