ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জালবন্দি করতে নাজেহাল বনকর্মীরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / 26

ছবি: জি নিউজ

এক লাফে এ গাছ থেকে সে গাছে। শেষে একেবারে মগডালে চড়ে বসল চিতাবাঘ! বাঘটিকে জালবন্দি করতে নাজেহাল বনকর্মীরা। হুলস্থুল কাণ্ড ভারতের শিলিগুড়ির নকশালবাড়িতে।

ভারত-নেপাল সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। রোববার সকালে ভারতের শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ির কালুয়াজোত গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। লোকালয়ে বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাছে উঠে গেল কী করে? বাঘটিকে তাড়া করেছিলেন এলাকার কয়েকজন। আর তাতেই ঘটে বিপত্তি।

মানুষের ভয়ে চিতাবাঘটি তখন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছে। খবর দেয়া হয় বনদপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও যান বনকর্মীরা। কিন্তু চিতাবাঘটি ততক্ষণে একটি গাছের একেবারে মগডালে চড়ে বসেছে। নীচে ভিড় জমিয়েছেন বহু মানুষ। পুলিশের তৎপরতায় প্রথমে এলাকা খালি করা হয়। জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা।

এদিকে চিতাবাঘটিকে গাছ থেকে নামাতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় বনকর্মীদের। গাছটিকে কেটে গাড়ির সঙ্গে বেঁধে মাটিতে ফেলা হয়। কিন্তু চিতাবাঘটি দৌড়ে পালিয়ে যায়। শেষপর্যন্ত বোমা ফাটিয়ে জালবন্দি করা হয় তাকে। হাফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। সূত্র: জি নিউজ

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জালবন্দি করতে নাজেহাল বনকর্মীরা

আপডেট টাইম : ০৫:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

এক লাফে এ গাছ থেকে সে গাছে। শেষে একেবারে মগডালে চড়ে বসল চিতাবাঘ! বাঘটিকে জালবন্দি করতে নাজেহাল বনকর্মীরা। হুলস্থুল কাণ্ড ভারতের শিলিগুড়ির নকশালবাড়িতে।

ভারত-নেপাল সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। রোববার সকালে ভারতের শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ির কালুয়াজোত গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। লোকালয়ে বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাছে উঠে গেল কী করে? বাঘটিকে তাড়া করেছিলেন এলাকার কয়েকজন। আর তাতেই ঘটে বিপত্তি।

মানুষের ভয়ে চিতাবাঘটি তখন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছে। খবর দেয়া হয় বনদপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও যান বনকর্মীরা। কিন্তু চিতাবাঘটি ততক্ষণে একটি গাছের একেবারে মগডালে চড়ে বসেছে। নীচে ভিড় জমিয়েছেন বহু মানুষ। পুলিশের তৎপরতায় প্রথমে এলাকা খালি করা হয়। জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা।

এদিকে চিতাবাঘটিকে গাছ থেকে নামাতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় বনকর্মীদের। গাছটিকে কেটে গাড়ির সঙ্গে বেঁধে মাটিতে ফেলা হয়। কিন্তু চিতাবাঘটি দৌড়ে পালিয়ে যায়। শেষপর্যন্ত বোমা ফাটিয়ে জালবন্দি করা হয় তাকে। হাফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। সূত্র: জি নিউজ

নিউজ লাইট ৭১