ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট টাইম : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 25
রাজধানীর সায়েদাবাদ ফ্লাই ওভারের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোশারফ হোসেনের স্বজন শাহ জামাল বলেছেন, তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী। মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বিক্রি করেন। ভোরে মাল বিক্রি করতে যাওয়ার সময় ছিনতাইকারী ছুরিকাঘাত করে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে ফেলে যায়। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বুকে ছুরি দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু তার কাছে ঠিক কী পরিমাণ টাকা ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।
তিনি আরও বলেন, মোশারফ হোসেন দীর্ঘদিন গেন্ডারিয়া এলাকায় বসবাস করতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, সায়েদাবাদ ফ্লাইওভারের ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক বলেছেন, মরদেহটির বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মূলত এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার মৃত্যু হয়। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
নিউজ লাইট ৭১