আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য রাজধানীতে আটক
- আপডেট টাইম : ০৬:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / 123
নিউজ লাইট ৭১ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবী থানার কেডিসি ক্যাম্প এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ এর সদস্যরা।
আটককৃত জঙ্গিরা হচ্ছে- মো. মঞ্জুরুল ইসলাম ওরফে সোহাগ (২৬), ও মো. আব্বাস উদ্দিন ওরফে শুকুর আলী (২২)। তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর মিরপুরের পল্লবী থানার কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটককৃতরা জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করতো। জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন সদস্য ও চাঁদা সংগ্রহসহ জঙ্গিবাদী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা করছিল।