দুষ্কৃতিকারীদের গুলিতে আহত ৩
- আপডেট টাইম : ০৫:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 11
রাজধানীর কদমতলী ও বাড্ডায় পৃথক ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিন জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
আহতরা হলেন, মো. মনির (৪৫), মো. আলামিন (৪০) ও সাইফুল ইসলাম (৩২)। মনির ও আলামিন কদমতলীর ঢাকা মেস এলাকার একটি রড ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী। দক্ষিণ বাড্ডার শফিকুল ইসলামের ছেলে সাইফুল।
আহত দুই নিরাপত্তাকর্মী বিষয়ে তাদের সুপারভাইজার মো. সবুজ জানান, শনিবার রাতে ফ্যাক্টরিতে দায়িত্ব পালন করছিলেন মনির ও আলামিন। রাত পৌনে ২টার দিকে রাস্তায় শব্দ পেয়ে টর্চ লাইট জালিয়ে এগিয়ে গেলে এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনেরই পায়ে গুলিবিদ্ধ হয়। পরে উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে, রাত সোয়া ৯টার দিকে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে ব্যবসায়ী সাইফুল ইসলাম আহত হন। গুলি তার ডান উরুতে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের ভাই মনির হোসেন বলেন, ‘কে বা কারা, কী কারণে গুলি করেছে, সে বিষয়ে কিছুই জানতে পারিনি আমরা।’
নিউজ লাইট ৭১