শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / 27
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবা মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সোমবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ১৪০ হেরোইন, ৭৫ কেজি ৮০ গ্রাম ৩১ গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
নিউজ লাইট ৭১
Tag :