ভারতীয় ২৪ গরু জব্দ
- আপডেট টাইম : ০১:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 39
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট ও খেংটি এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি এবং বুড়িমারী ও ঝালঙ্গী ক্যাম্পের বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৮টি সহ অবৈধভাবে নিয়ে আসা ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন, বিজিবি, পাটগ্রাম থানা ও গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। টাস্ক ফোর্সের নের্তৃত্ব দেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
এসময় রংপুর ৬১ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটলিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোসলেম উদ্দিন ও ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার সুবেদার বেলাল হোসেনের নের্তৃত্বে বিজিবি’র সদস্য, পাটগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানের নের্তত্বে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স ওই গ্রামের বিভিন্ন এলাকা ও বাড়ি তল্লাশি করে অবৈধ পথে আনা ভারতীয় ২৪টি গরু জব্দ করে।
আটক গরু গুলো ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডারের জিম্মায় দেয়া হয়েছে। বিজিবি অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ১৮ টি গরু আটক করে। পরে টাস্কফোর্স অভিযান চালায় এসময়ও ৬ টি গরু জব্দ করা হয়।
পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, ‘গরুগুলো চোরাচালানকৃত বলে জানাযায়। চোরাচালান রোধে এ ধরনের অভিযান চালমান থাকবে’।
নিউজ লাইট ৭১