শিরোনাম :
কোন ঠোঁটের নারী কেমন হয়
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / 110
নিউজ লাইট ৭১ ডেস্ক: নারী বোঝা দায়। নারীদের মন বোঝা বা নারীদের চেনা যে সহজ নয়, সেটা অনেকেই জানেন। আবার অনেকে হয়ত নারীদের চিনে থাকবেন। যারা চিনেন না,তাদের জন্য এই প্রতিবেদন। তবে ঠোঁট দেখে যে একেবারে পুরোপুরি বোঝা যায় তা নয়, মানুষ চেনা তো এত সহজ নয়। তবে কিছুটা তো বুঝতে পারবেন। আসুন জেনে নেয়া যাক কোন ঠোঁটের নারী কেমন হয়:
- যে নারীর ঠোঁটের আকার হৃদয়ের মতো, তিনি খুব আকর্ষণীয় ও কনফিডেন্স।
- যদি ওপরের ঠোঁট নীচের ঠোঁটকে কভার করে, তা হলে সেই নারীর স্বভাব এবং বিচার-বিবেচনা খুব ভালো।
- যে নারীর নীচের ঠোঁট মোটা, তিনি অনেক ভালোবাসা পেয়ে থাকেন। এ ঠোঁটের নারীরা কাউকে যত না ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা পান।
- শুকনো ঠোঁট হলে, সেই নারী খুব পরিশ্রমী হন। তারা নিজেকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করেন না।
- যাদের ঠোঁট মোটা, তারা খুব কঠিন স্বভাবের হন।
- নীচের ঠোঁট বাইরের দিকে বেরিয়ে থাকলে সেই নারী ঠোঁটকাটা হন।
Tag :