(বিএইচবিএফসি) থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে সাজা ৫ বছর, জরিমানা ৫ লাখ
- আপডেট টাইম : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / 26
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নেয়ার সাজা বাড়িয়ে পাঁচ বছর করে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বর্তমান আইনে এ অপরাধের সাজা ২ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা থাকলেও গত জুন মাসে নতুন বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে সেটাকে বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
লিখিত সম্মতি ছাড়া প্রসপেক্টাসে বা বিজ্ঞাপনে বিএইচবিএফসির নাম ব্যবহারের সাজা হিসেবে আগে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ছিল। জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে খসড়ায়।
বিদ্যমান আইনে অনুমোদিত মূলধন ১১০ কোটি আর পরিশোধিত মূলধন ছিল ১১০ কোটি টাকা। প্রস্তাবিত আইনে ১ হাজার কোটি টাকা হচ্ছে অনুমোদিত মূলধন, আর ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিধান রাখা হয়েছে।
নিউজ লাইট ৭১