২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রাজশাহীতে বিক্রি হচ্ছে ইলিশ
- আপডেট টাইম : ০৮:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / 68
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টায় এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহীর বাজারে বিক্রি হয়েছে ইলিশ মাছ।
বাজারে সাড়ে ৫০০ গ্রাম থেকে সাড়ে ৮০০ গ্রামের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। প্রকার ভেদে বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ১১০০ টাকা দরে।
সকালে নগরীর সাহেববাজার, নিউ মার্কেটের আড়তে বিক্রি হয়েছে ইলিশ মাছ। তবে নিষেধাজ্ঞার পরের দিন হওয়ায় বাজারে ইলিশের সরবারহ কম ছিল।
দাউদ হোসেন নামের ইলিশ ক্রেতা জানান, অন্য সময়ের চেয়ে বেশি দাম চাচ্ছে ইলিশের। তার পরেও ওজনে ছোট। ইলিশের যে দাম চাওয়া হচ্ছে তা তুলনায়মূলক বেশি।
নগরীর সাগরপাড়ার ইলিশ মাছ বিক্রেতা তাজমুল ইসলাম জানান, ইলিশের দাম একটু বেশি। ২২ দিন বন্ধ ছিল ইলিশ ধরা ও বিক্রির। এখনও বাজারে চাহিদা মতো ইলিশের সরবারহ হচ্ছে না। সরবারহ বাড়লে দাম কমতে পারে।
নিউ মার্কেটের একতা মৎস্য ভান্ডারের প্রোপ্রাটর মরাজ হোসেন বাবু জানান, রাজশাহীতে বরিশাল ও চট্টগ্রামের ইলিশ আসছে। দামের দিকে বরিশালের ইলিশের দাম বেশি।
নিউজ লাইট ৭১/মোঃ রকিবুজ্জামান রকি