ব্যক্তিগত ভ্রমণের জন্য আর বছর বছর ‘এনডোর্সমেন্ট’ করা লাগবে না
- আপডেট টাইম : ০৫:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / 59
এখন থেকে বিদেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য আর বছর বছর ‘এনডোর্সমেন্ট’ করা লাগবে না। ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রা ব্যবহারের জন্য অনুমোদনের নিয়মকানুন সহজ করে দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়, এখন আর বছর বছর ‘এনডোর্সমেন্ট’ করা লাগবে না, প্রতি বছর সর্বোচ্চ ১২ হাজার ডলার হিসেবে পাসপোর্টের পুরো মেয়াদের জন্য একবারেই এনডোর্সমেন্ট করা যাবে। এক্ষেত্রে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বছর ধরা হবে। তবে এ সুবিধা পাবেন না প্রবাসী বাংলাদেশিরা।
এমনিতে সাধারণত ব্যাংকের অনুমোদন নিয়ে বছরে ১২ হাজার ডলার ব্যবহার করতে পারেন ভ্রমণকারীরা। এজন্য প্রতিবছর ব্যাংকে গিয়ে পাসপোর্ট দেখিয়ে আন্তর্জাতিক কার্ডে ‘এনডোর্সমেন্ট’ (বিদেশি মুদ্রা ব্যবহারের অনুমতি) করিয়ে নিতে হয়।
তবে নতুন নিয়মে এখন আর বছর বছর ‘এনডোর্সমেন্ট’ করা লাগবে না। প্রতি বছর সর্বোচ্চ ১২ হাজার ডলার হিসেবে পাসপোর্টের পুরো মেয়াদের জন্য একবারেই এনডোর্সমেন্ট করা যাবে।
নিউজ লাইট ৭১