শিরোনাম :
করোনার মধ্যে এবার ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেনরি’
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / 64
করোনার মধ্যে এবার ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেনরি’। এটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে বলে আভাস দেয়া হয়েছে। এরইমধ্যে নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রোববার দেশটির আবহাওয়া অফিস এতথ্য জানিয়েছে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এছাড়া ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ৩/৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন ‘বব’। হেনরি যে গতিতে ধেঁয়ে আসছে তাতে নিউ ইয়র্ক উপকূলে এটিই হতে পারে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়।
নিউজ লাইট ৭১
Tag :