ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানের ঘটনা এক “দুঃস্বপ্ন”

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 42

ইউরোপের দেশগুলোর ঐক্যের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আফগানিস্তানে ঘটে যাওয়া ঘটনাকে (ক্ষমতার পরিবর্তন) ‘একটি বিপর্যয় এবং দুঃস্বপ্নে’র সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতিবার কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর পরাজয়ের কারণ হিসেবে গোয়েন্দা দুর্বলতাকেও দুষেছেন জোসেফ বোরেল। তিনি বলেন, তালেবানরা যে আবার ক্ষমতায় ফিরতে পারে, গোয়েন্দারা সেটা অনুমান করতে ব্যর্থ হয়েছিলেন।

ইতোমধ্যে আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নের ১০৬ জন কর্মকর্তা-কর্মচারিকে ফিরিয়ে নেয়া হয়েছে। বুধবার তারা কাবুল থেকে বিমানযোগে স্পেনের মাদ্রিদে পৌঁছান। এ প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জোসেফ বোরেল জানান, ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত ৪০০ আফগানের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা হয়েছে। এখনও আরো ৩০০ জনের বেশি কাবুলে রয়েছেন। তাদেরও ফিরিয়ে আনা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আফগানিস্তানের ঘটনা এক “দুঃস্বপ্ন”

আপডেট টাইম : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

ইউরোপের দেশগুলোর ঐক্যের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আফগানিস্তানে ঘটে যাওয়া ঘটনাকে (ক্ষমতার পরিবর্তন) ‘একটি বিপর্যয় এবং দুঃস্বপ্নে’র সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতিবার কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর পরাজয়ের কারণ হিসেবে গোয়েন্দা দুর্বলতাকেও দুষেছেন জোসেফ বোরেল। তিনি বলেন, তালেবানরা যে আবার ক্ষমতায় ফিরতে পারে, গোয়েন্দারা সেটা অনুমান করতে ব্যর্থ হয়েছিলেন।

ইতোমধ্যে আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নের ১০৬ জন কর্মকর্তা-কর্মচারিকে ফিরিয়ে নেয়া হয়েছে। বুধবার তারা কাবুল থেকে বিমানযোগে স্পেনের মাদ্রিদে পৌঁছান। এ প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জোসেফ বোরেল জানান, ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত ৪০০ আফগানের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা হয়েছে। এখনও আরো ৩০০ জনের বেশি কাবুলে রয়েছেন। তাদেরও ফিরিয়ে আনা হবে।

নিউজ লাইট ৭১