বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
- আপডেট টাইম : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / 55
চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো. আব্বাসের ছেলে। ‘চ্যানেল কর্ণফুলী’ নামে একটি আইপি টিভির রাউজান প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতেন।
পুলিশ জানায়, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন ইসমাঈল। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইসমাঈল হোসেন ও তার পরিবার। টাকার বিনিময়ে তারা সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়।
পরে এ ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ বাড়ি থেকে ইসমাঈলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
নিউজ লাইট ৭১