ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে বহু শিশু নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / 58

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে পাঁচ মাস আগে হওয়া সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত বহু শিশু নিহত এবং বহু মানুষ গণহারে আটক হয়েছেন। কোভিড-১৯ এর কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা কমছে না। শনিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিটি শুক্রবার জানায়, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে, ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর থেকে অন্তত ৭৫ শিশুকে হত্যা করা হয়েছে এবং প্রায় ১০০০ জনকে আটক করা হয়েছে।

মানবাধিকার কমিটির চেয়ারম্যান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, ‘সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের শিশুরা এখন অবরুদ্ধ এবং বিপর্যস্ত হয়ে প্রাণ হারাচ্ছে।’ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তার করার পর যে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির সাধারণ মানুষ, সামরিক সরকার তার জবাব দিয়েছে কঠোর হস্তে।

মিকিকো ওটানি বলেন, শিশুরা বেপরোয়া হামলা, এলোপাথারি গুলি ও গণগ্রেপ্তারের শিকার হচ্ছে।’ ১৮ জন মানবাধিকার বিশেষজ্ঞ নিয়ে জাতিসংঘ এ কমিটি গঠন করেছে। এ কমিটি মিয়ানমারের শিশুদের প্রতি এ ধরণের আচরণের তীব্র নিন্দা জানায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মিয়ানমারে বহু শিশু নিহত

আপডেট টাইম : ১২:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে পাঁচ মাস আগে হওয়া সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত বহু শিশু নিহত এবং বহু মানুষ গণহারে আটক হয়েছেন। কোভিড-১৯ এর কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা কমছে না। শনিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিটি শুক্রবার জানায়, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে, ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর থেকে অন্তত ৭৫ শিশুকে হত্যা করা হয়েছে এবং প্রায় ১০০০ জনকে আটক করা হয়েছে।

মানবাধিকার কমিটির চেয়ারম্যান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, ‘সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের শিশুরা এখন অবরুদ্ধ এবং বিপর্যস্ত হয়ে প্রাণ হারাচ্ছে।’ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তার করার পর যে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির সাধারণ মানুষ, সামরিক সরকার তার জবাব দিয়েছে কঠোর হস্তে।

মিকিকো ওটানি বলেন, শিশুরা বেপরোয়া হামলা, এলোপাথারি গুলি ও গণগ্রেপ্তারের শিকার হচ্ছে।’ ১৮ জন মানবাধিকার বিশেষজ্ঞ নিয়ে জাতিসংঘ এ কমিটি গঠন করেছে। এ কমিটি মিয়ানমারের শিশুদের প্রতি এ ধরণের আচরণের তীব্র নিন্দা জানায়।

নিউজ লাইট ৭১