বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী
- আপডেট টাইম : ০৭:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 73
ইলশেগুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। শনিবার রাজধানীজুড়ে দেখা গেছে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আষাঢ়ের শুরু থেকেই সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। গত কয়েকদিন ধরে ভারি বর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
শুক্রবার (১৮ জুন) রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। শনিবার ভোর থেকে রাজধানীজুড়ে চলছে বিরামহীন বৃষ্টি। এমন ইলশেগুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরের বাসিন্দারা।
আষাঢ়ের টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে ফুটপাত ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে। বৃষ্টি উপেক্ষা করে রুটি-রুজির তাগিদে ঘর থেকে বেরিয়ে কাকভেজা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা।
এ বৃষ্টিতে কর্মজীবী মানুষেরাও দুর্ভোগে পড়েছেন। সকালে অফিসে উদ্দেশে বের হয়ে কাকভেজা হয়ে তাদেরকে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে।
এদিকে, সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে ভিজে ভাসমান হকাররা ফল ও শাকসবজিসহ বিভিন্ন মালামাল বিক্রি করছেন। ক্রেতা না থাকলেও রুটি-রুজির তাগিদে আষাঢ়ের বৃষ্টিতে ভিজছেন তারা।
নীলক্ষেতের সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, প্রতিদিন সকালে কারওয়ান বাজার থেকে সবজি কিনে এনে বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করি। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বেচাবিক্রি একেবারে নেই। খুব কষ্টে দিন পার করছি। তবুও রুটি-রুজির তাগিদে বের হতেই হয়।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
নিউজ লাইট ৭১