নারী সেজে প্রেমিকার বিয়েতে প্রেমিক
- আপডেট টাইম : ০৭:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / 79
প্রেমিকার বিয়ে অন্য কারও সাথে হয়ে যাচ্ছে আর চুপচাপ তা ঘটতে দিতে বোধ হয় কেউই চাইবে না। ঘটিয়ে ফেলতেই পারেন যে কোনো কাণ্ডকারখানা। ভারতের উত্তরপ্রদেশেও সম্প্রতি এমনই এক অযাচিত কাণ্ড করেছেন এক প্রেমিক।
উত্তরপ্রদেশের ভদোহি এলাকার ওই প্রেমিক প্রেমিকার বিয়েতে নিজেই কনের পোশাক পরে উপস্থিত হন। আর সেই ভিডিও-ই এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি, দু’হাতে চুড়ি, সারা শরীরে গয়না পরে এবং সুন্দর করে মেক-আপ করে এসেছেন ওই ব্যক্তি। সবাই তাকে ঘিরে ধরে তার মুখ থেকে আঁচল সরানোর চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তিনি সরাতে দিচ্ছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ঠিক আগ মূহুর্তে সেখানে উপস্থিত হন ওই ছদ্মবেশী নারী। ছদ্মবেশ ধারণ করে সে কনের সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু তার আগেই তার পরচুলা খুলে গেলে কনের পরিবার টের পেয়ে যায়। এতে ভয় পেয়ে পুলিশ আসার আগেই দুই বন্ধুসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
নিউজ লাইট ৭১