ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ঘূর্ণিঝড় তকতের তাণ্ডবে লণ্ডভণ্ড শতাধিক গ্রাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 74

আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তকতের তাণ্ডব। যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তকতের।

সর্বশেষ পাওয়া তথ্যে, ঘূর্ণিঝড়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। তকতের তাণ্ডবে কর্ণাটকে লণ্ডভণ্ড ১২১টি গ্রাম। বন্ধ করে দেয়া হয়েছে গুজরাতের সমস্ত বিমান বন্দর। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়বে তকতে। এমনকি ধস নামার আশংকা রয়েছে বহু জায়গায়।

ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে।

জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারতে ঘূর্ণিঝড় তকতের তাণ্ডবে লণ্ডভণ্ড শতাধিক গ্রাম

আপডেট টাইম : ০৫:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তকতের তাণ্ডব। যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তকতের।

সর্বশেষ পাওয়া তথ্যে, ঘূর্ণিঝড়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। তকতের তাণ্ডবে কর্ণাটকে লণ্ডভণ্ড ১২১টি গ্রাম। বন্ধ করে দেয়া হয়েছে গুজরাতের সমস্ত বিমান বন্দর। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়বে তকতে। এমনকি ধস নামার আশংকা রয়েছে বহু জায়গায়।

ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে।

জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিউজ লাইট ৭১