শিরোনাম :
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯০ বিক্ষোভকারী নিহত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / 90
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও অন্তত ৯০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
শনিবার সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনের মধ্যেই ভয়াবহ এ ঘটনা ঘটলো।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবার ইয়াংগন, মান্দালয়সহ বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয়। নিহতদের মধ্যে শিশুসহ স্থানীয় একটি অনুর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও রয়েছেন বলে জানা গেছে।
দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ৩৮০ জন। এছাড়া অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় এরই মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশ মিয়ানমারের সেনাবাহিনী, এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :