দেড় টন জাটকাসহ ৫ জেলেকে আটক
- আপডেট টাইম : ০৭:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / 92
লক্ষ্মীপুরের রায়পুরে কোষ্টগার্ড ও গ্রাম পুলিশের সহযোগিতায় দেড় টন জাটকাসহ ৫ জন জেলেকে আটক করেছে উপজেলা মৎস বিভাগ।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কয়েকটি ঘাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় ২টি নৌকা, ২টি ভ্যান, একটি পিকাপ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জাল গুলো নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতে আসামিদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ।
আটককৃতরা হলো- লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি গ্রামের মোঃ মুরাদ হোসেন (৩৮), চররৌদ্দ গ্রামের মোঃ বেলাল (৪২), রায়পুর উপজেলার চরকাছিয়া গ্রামের মামুন বেপারী (৩০), খাশের হাট গ্রামের সোহেল (২১), মোঃ শিপন (২১)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী বলেন, আটককৃত ৫ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার ১৭টি এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
নিউজ লাইট ৭১