শিরোনাম :
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / 83
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসু (৫০) কে গ্রেপ্তার করেছে শেরপুর নকলা থানা পুলিশ।
পুত্রবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত. আ: জুব্বারের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, হাসমত আলী ওরফে হাসু’র ছেলে ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। গত ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে ১৪ মার্চ রাতে পুত্রবধূ বাদি হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। ভিকটিম পুত্রবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিউজ লাইট ৭১
Tag :