ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / 71

রংপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণের মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্তকৃত এএসআই রাহেনুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই।

মঙ্গলবার পৃথকভাবে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মোট ৩৬৭ পাতার প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

পুলিশ সুপার বলেন, রিমান্ডে থাকাকালে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তাছাড়া ভিকটিম নিজেও আদালতে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ও বস্তুগত তথ্য প্রমাণ এবং ডিএনএ পরীক্ষা শেষে গণধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে মামলার তদন্ত করেছে। স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর হারাগাছ থানার ময়নাকুঠি কচুটারি এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেট্রোপলিটন ডিবি পুলিশের তৎকালীন এএসআই রাহেনুল ইসলাম। পরিচয়ের সময় রাহেনুল তার ডাক নাম রাজু বলে জানান ওই ছাত্রীকে।

সম্পর্কের সূত্র ধরে নগরীর ক্যাদারের পুল এলাকার জনৈক শহিদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া মেঘলার বাড়িতে ধর্ষণ করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ

আপডেট টাইম : ০৭:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

রংপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণের মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্তকৃত এএসআই রাহেনুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই।

মঙ্গলবার পৃথকভাবে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মোট ৩৬৭ পাতার প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

পুলিশ সুপার বলেন, রিমান্ডে থাকাকালে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তাছাড়া ভিকটিম নিজেও আদালতে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ও বস্তুগত তথ্য প্রমাণ এবং ডিএনএ পরীক্ষা শেষে গণধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে মামলার তদন্ত করেছে। স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর হারাগাছ থানার ময়নাকুঠি কচুটারি এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেট্রোপলিটন ডিবি পুলিশের তৎকালীন এএসআই রাহেনুল ইসলাম। পরিচয়ের সময় রাহেনুল তার ডাক নাম রাজু বলে জানান ওই ছাত্রীকে।

সম্পর্কের সূত্র ধরে নগরীর ক্যাদারের পুল এলাকার জনৈক শহিদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া মেঘলার বাড়িতে ধর্ষণ করা হয়।

নিউজ লাইট ৭১