ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমার কাছে সবার আগে প্রাধান্য দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 81

আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। একই সময়ে জাতীয় দলের শ্রীলংকা সফর থাকায় তার আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিমান ধরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ বলেন, আমার কাছে সবার আগে প্রাধান্য পাবে দেশ। আইপিএল নয়, দেশের হয়ে খেলতে চান এই কাটার মাস্টার।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সামনে আসার পর গত কিছুদিন ধরেই এ ব্যাপারে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। চতুর্দশ আইপিএলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুরও। এ কারণে সাকিবের পর তার সিদ্ধান্ত ঘিরেও সবার আগ্রহ ছিল।

এমতাবস্থায় মঙ্গলবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুস্তাফিজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলাটাই তার কাছে অগ্রাধিকার পাবে। ফলে আইপিএলের সময় জাতীয় দলের খেলা হলে দেশের জার্সি গায়েই মাঠে নামবেন তিনি।

এর আগে, সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুস্তাফিজ আইপিএলে খেলতে চাইলে সাকিবের মতো তাকেও যেতে দেয়া হবে। তবে আসন্ন চুক্তিতে খেলোয়াড়দের বিদেশী লিগে খেলার ব্যাপারে কিছু শর্ত বাড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। এর পরদিনই আইপিএলের ব্যাপারে নিজের অবস্থান জানালেন কাটার মাস্টার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমার কাছে সবার আগে প্রাধান্য দেশ

আপডেট টাইম : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। একই সময়ে জাতীয় দলের শ্রীলংকা সফর থাকায় তার আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিমান ধরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ বলেন, আমার কাছে সবার আগে প্রাধান্য পাবে দেশ। আইপিএল নয়, দেশের হয়ে খেলতে চান এই কাটার মাস্টার।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সামনে আসার পর গত কিছুদিন ধরেই এ ব্যাপারে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। চতুর্দশ আইপিএলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুরও। এ কারণে সাকিবের পর তার সিদ্ধান্ত ঘিরেও সবার আগ্রহ ছিল।

এমতাবস্থায় মঙ্গলবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুস্তাফিজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলাটাই তার কাছে অগ্রাধিকার পাবে। ফলে আইপিএলের সময় জাতীয় দলের খেলা হলে দেশের জার্সি গায়েই মাঠে নামবেন তিনি।

এর আগে, সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুস্তাফিজ আইপিএলে খেলতে চাইলে সাকিবের মতো তাকেও যেতে দেয়া হবে। তবে আসন্ন চুক্তিতে খেলোয়াড়দের বিদেশী লিগে খেলার ব্যাপারে কিছু শর্ত বাড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। এর পরদিনই আইপিএলের ব্যাপারে নিজের অবস্থান জানালেন কাটার মাস্টার।

নিউজ লাইট ৭১