বিশ্ব ভালোবাসা দিবসে নতুন চমক
- আপডেট টাইম : ০৬:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / 75
আড়ালে থাকা নায়িকা বুবলী নতুন বছরের শুরুতেই হাজির হয়েছেন নতুন লুকে। দীর্ঘদিন পর তার নতুনত্বে চমকে গিয়েছে শোবিজ মহল। ফের বিশ্ব ভালোবাসা দিবসে যেন নতুন চমক নিয়ে হাজির হলেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা।
দিনের শুরুতেই নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, গিটার হাতে উপস্থিত এই নায়িকা। জানালেন, বিশেষ দিনটিতে ভালোবাসার মানুষের জন্য গিটারে তুললেন পছন্দের সুর। ভিডিওতে ‘পাসওয়ার্ড’ ছবির একটি গানের কিছু অংশ গিটারে বাজিয়ে শোনান বুবলী।
সিনেমার বাইরে মিউজিক ভীষণ পছন্দ করেন বুবলী। বিশেষ করে বাদ্যযন্ত্র। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো তার খুব পছন্দের। আর সে কারণেই আজকের এই দিনে ভক্ত-দর্শকদের গিটার বাজিয়ে শোনান।
সেইসাথে তিনি বলেন, ‘এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা।’
নিউজ লাইট ৭১