ঢাকার নাগরিকদের তথ্য হালনাগাদ শুরু
- আপডেট টাইম : ০৬:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 101
রাজধানীর ৫০ থানার বিভিন্ন এলাকায় বসবাসরত সব নাগরিকের তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এ অন্তর্ভুক্ত করতে দ্বিতীয়বারের মতো নাগরিত তথ্য সংগ্রহ সোমবার ১ ফেব্রুয়ারি শুরু হবে।
রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আকতার।
তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারো ভাড়াটিয়া হালনাগাদ শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৫০ টি থানায় নির্দেশনা দেয়া হয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে সবগুলো থানাকে ৩০৬টি বিটে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সকল থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যা সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম পরিচালিত হবে। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
এর আগে, ২০১৫ সাল থেকে ঢাকা মহানগর এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা। অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য ২০১৬ সালের পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিত করার জন্য সিআইএমএস এর যাত্রা শুরু হয়।
নাগরিক তথ্য সংগ্রহ অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। এ ছাড়া কোনো অপরাধ ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করার সহজ হয়।
নিউজ লাইট ৭১