পরীর নতুন লুক
- আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 95
‘মুখোশ’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় শুরু করেছেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। সাভারে প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। নিজের লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
পরীর নতুন লুক লুফে নিয়েছে নেটিজেনরা। তিনি জানিয়েছেন, পোশাক তার নিজেরই ডিজাইন করা।
তার ডিজাইন করা পোশাকের প্রশংসাও করেছেন অনেকে। পোস্টের কমেন্টস বক্স থেকেই সে ধারণা পাওয়া গেছে। আতিক মাহমুদ নামের একজন লিখেছেন, ‘হিট’। তার নীচের তারেক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কস্টিউম, লাইটিং আর পরী- সবমিলিয়ে অসাম।’ নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘দারুন পরীমনি। ভালোবাসা, খুব সুন্দর।’
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন তরুন ইফতেখার শুভ। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘লেখক’। পরে পরিবর্তন করে ‘মুখোশ’ রাখা হয়েছে।
সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পরীকে। পরিচালনার পাশাপাশি ‘মুখোশ’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন ইফতেখার শুভ।
সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এছাড়া মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ইরেশ যাকেরকেও দেখা যাবে পর্দায়।
এর আগে, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতে নিজের ডিজাইন করা পোশাকে দেখা গেছে পরীমনিকে। ওই সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নিউজ লাইট ৭১