রাজন বিনা দোষে বন্দী : জামিন পেলেন ১ টাকায়
- আপডেট টাইম : ০৯:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / 100
পুলিশের ভুলে ২১ দিন কারাগারে থাকার পর এক টাকা মুচলেকায় জামিন পেয়েছেন কুমিল্লার রাজন ভূঁইয়া। একই সঙ্গে পরোয়ানা তামিলকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত।
সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাজন ভূঁইয়ার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। এ ছাড়া এ মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।
রাজনের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য বলেন, ভুল পরোয়ানায় রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা তার জামিন চেয়ে আবেদন করলে আদালত এক টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৯ মে ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন হাবিবুল্লাহ রাজন। ওই দিন তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপালনগরে। তার বাবার নাম মো. আব্দুল মান্নান। মাদক মামলায় গ্রেপ্তারের এক মাসের মধ্যে জামিন পান রাজন। এরপর মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। তবে ১৩ অক্টবর রাজন ভূঁয়াকে ভুল পরোয়ানায় আটক করে পুলিশ।