ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছেন এক নারী
- আপডেট টাইম : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / 84
নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছেন এক নারী। এতে গর্ভবতী হয়ে পড়েন ১৫ বছর বয়সী নাবালিকা। ভারতের চেন্নাইয়ে ঘটেছে এ ঘটনা।
সম্প্রতি সরকারি হোমে এক সন্তানের জন্ম দেয় নির্যাতিতা। এ ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অভিযুক্ত নারীর কয়েকবছর আগেই ডিভোর্স হয়েছিল। পরবর্তীতে শেখর নামে পেশায় এক রংয়ের মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ওই নারী। এরপর মাঝেমধ্যেই ওই তার সঙ্গে দেখা করতে আসতেন ওই ব্যক্তি। কিন্তু তার মাঝেই ওই নারীর বড় মেয়েকে যৌন হেনস্তা করতে থাকে। এই বিষয়ে মাকে জানালেও, ওই নারী নিজের মেয়েকে বাঁচানোর পরিবর্তে মানিয়ে নিতে বলে। এরপর ওই ব্যক্তির কুকীর্তির পরিমাণও বাড়তে থাকে। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা।
বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত নারী। কিন্তু তার গর্ভবতী হওয়ার কথা জানাননি। পরবর্তীতে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায়। এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই। শেষপর্যন্ত যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন।
এরপরই নড়েচড়ে বসে পুলিশ। পকসো আইনে দু’জনের নামে মামলা দায়ের হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
এদিকে ওই নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় সে।
নিউজ লাইট ৭১