২৫০ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে
- আপডেট টাইম : ০৭:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 94
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিলালের নির্মাণ এলাকায় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে। এ নিয়ে মোট পাঁচটি বোমা উদ্ধার হলো একই জায়গায়।
বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বুধবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এটি নিয়ে গেছে।
তারা এও ধারণা করছে, এখানে হয়ত আরও বোমা পাওয়া যাবে। তবে বেশ কয়েক বার এলাকাটি স্ক্যান করেও সেগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি। হয়তো বেশ গভীরে রয়েছে বলে শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্যই স্ক্যানারে ধরা পড়ছে না।
শাহজালালে প্রথম বোমা পাওয়া যায় ৯ ডিসেম্বর। এরপর একে একে ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরও ৩টি বোমা পাওয়া যায়। এ বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা বিমানবাহিনীর।
নিউজ লাইট ৭১