ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তদন্তের নামে আলাদা ঘরে নিয়ে ধর্ষণ করেছে এক সাব ইন্সপেক্টর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / 77

গণধর্ষণের শিকার এক যুবতী অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়। কিন্তু সেখানেই ফের ধর্ষণের শিকার হতে হল তাকে! ভারতের উত্তরপ্রদেশের শাজাহানপুরে ঘটেছে এ ঘটনা।

ওই যুবতীর অভিযোগ, তদন্তের নামে আলাদা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এক সাব ইন্সপেক্টর। তার সঙ্গে দেখা করার পর সিনিয়র পুলিশ অফিসার অবিনাশ চন্দ্র তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর জালালাবাদ থানা এলাকার মদনপুরের বাসিন্দা ৩৫ বছরের ওই যুবতী রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই সেখানে হাজির হয় একটি গাড়ি। গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে এসে তাকে টেনে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতা ঘটনার অভিযোগ জানাতে যান জালালাবাদ থানায়। তখনই থানার এক সাব ইন্সপেক্টর তাকে আলাদা ঘরে যেতে বলে আলোচনার জন্য। তারপর সেই ঘরেই সে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ওই নারী। জানিয়েছেন, এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন গত বুধবার। তার কাছে সব শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

সার্কেল অফিসার ব্রহ্মপাল সিংয়ের উপরে রয়েছে তদন্তের দায়ভার। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি নারীর অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, তারপরই এফআইআর দায়ের করা হবে। 

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর হিসেবে নারী নির্যাতনে ভারতের শীর্ষে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ২০১৬ সালের পর থেকে রাজ্যে এই ধরনের অপরাধের ঘটনা বেড়েছে ২০ শতাংশ। বারবার সেই রাজ্যে মেয়েদের উপরে নানা নিপীড়নের ছবি সামনে এসেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তদন্তের নামে আলাদা ঘরে নিয়ে ধর্ষণ করেছে এক সাব ইন্সপেক্টর

আপডেট টাইম : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

গণধর্ষণের শিকার এক যুবতী অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়। কিন্তু সেখানেই ফের ধর্ষণের শিকার হতে হল তাকে! ভারতের উত্তরপ্রদেশের শাজাহানপুরে ঘটেছে এ ঘটনা।

ওই যুবতীর অভিযোগ, তদন্তের নামে আলাদা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এক সাব ইন্সপেক্টর। তার সঙ্গে দেখা করার পর সিনিয়র পুলিশ অফিসার অবিনাশ চন্দ্র তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর জালালাবাদ থানা এলাকার মদনপুরের বাসিন্দা ৩৫ বছরের ওই যুবতী রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই সেখানে হাজির হয় একটি গাড়ি। গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে এসে তাকে টেনে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতা ঘটনার অভিযোগ জানাতে যান জালালাবাদ থানায়। তখনই থানার এক সাব ইন্সপেক্টর তাকে আলাদা ঘরে যেতে বলে আলোচনার জন্য। তারপর সেই ঘরেই সে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ওই নারী। জানিয়েছেন, এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন গত বুধবার। তার কাছে সব শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

সার্কেল অফিসার ব্রহ্মপাল সিংয়ের উপরে রয়েছে তদন্তের দায়ভার। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি নারীর অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, তারপরই এফআইআর দায়ের করা হবে। 

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর হিসেবে নারী নির্যাতনে ভারতের শীর্ষে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ২০১৬ সালের পর থেকে রাজ্যে এই ধরনের অপরাধের ঘটনা বেড়েছে ২০ শতাংশ। বারবার সেই রাজ্যে মেয়েদের উপরে নানা নিপীড়নের ছবি সামনে এসেছে।

নিউজ লাইট ৭১