ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপির ভেতরে এখন সংকট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / 100

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপির ভেতরে এখন সংকট চরমে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।

তিনি বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। কিন্তু বিএনপি নেতারা এসব দেখতে পায় না। এ দেশ সমৃদ্ধ হলে, অর্থনীতির ভীত মজবুত হবে। কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে।

এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সব অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপির ভেতরে এখন সংকট

আপডেট টাইম : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপির ভেতরে এখন সংকট চরমে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।

তিনি বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। কিন্তু বিএনপি নেতারা এসব দেখতে পায় না। এ দেশ সমৃদ্ধ হলে, অর্থনীতির ভীত মজবুত হবে। কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে।

এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সব অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

নিউজ লাইট ৭১