ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শীতের সবজিতে ভরপুর বাজার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • / 76

শীতকাল মানেই বাজারে বাহারি সবজির পসরা। রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির দাপট বেড়েছে। ফলে সব ধরনের সবজির দামেই স্বস্তি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম আরও কমেছে। সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে। পাশাপাশি সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দামও। তবে ডিমের ডজনে ৫ টাকা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির কেজি এখন ৩০ টাকার মধ্যে রয়েছে। তবে সবজির দাম স্বস্তি দিলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম ৫ টাকা বেড়েছে। পুরনো আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিপিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে আরও কমেও মিলছে কপি। মুলার কেজি ১০ থেকে ১৫ টাকার মধ্যে। বড় লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আর গাজর প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, উস্তের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে পুরোপুরি স্বস্তি না ফিরলেও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নিয়ন্ত্রণে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

এর আগে আলুর অস্বাভাবিক দাম বাড়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই দফা আলুর দাম বেধে দেয় সরকার। সর্বশেষ ৭ অক্টোবর খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

এ বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী রফিক মোল্লা বলেন, বাজারে এখন নতুন আলুর সরবরাহ বেড়েছে। সাইজও মোটামুটি ভালো। ফলে নতুন আলুর প্রতি ক্রেতাদের ঝোঁক বেড়েছে। এ কারণে পুরনো আলুর দামও কমেছে। নতুন আলুর কেজি এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে এর চেয়ে ছোট আলুর কেজি ১০০ টাকা বিক্রি করেছি। কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও কমে যাবে বলে আমাদের ধারণা।

এদিকে বাজারে স্বস্তি ফেরায় খুশি ক্রেতারাও। কিছুদিন অগেও রেশির ভাগ সবজির দাম ছিল ১০০ টাকার উপরে। এখন সেসব সবজির দম কমেছে অর্ধেকের বেশি।

ক্রেতারা জানান, সবজির দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। এখন একশ টাকা দিয়ে অনেকগুলো সবজি পাওয়া যাচ্ছে। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনো বেশি। আলু, পেঁয়াজের দাম আরও কমা উচিত। পুরনো আলুর কেজি আগের মতো ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম কমেছে। এখন নতুন আলুর সরবরাহ বাড়বে এবং দাম কমবে। গুলশান কাঁচা বাজারে নিত্যপণ্য কিনতে আসা রহিমা নামে এক ব্যক্তি বলেন, বাজারে এখন এসে অনেকটা ভালো লাগে। অল্প টাকায় অনেক বাজার করতে পারি।

নিউজ লাইট ৭১ whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

শীতের সবজিতে ভরপুর বাজার

আপডেট টাইম : ০৬:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

শীতকাল মানেই বাজারে বাহারি সবজির পসরা। রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির দাপট বেড়েছে। ফলে সব ধরনের সবজির দামেই স্বস্তি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম আরও কমেছে। সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে। পাশাপাশি সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দামও। তবে ডিমের ডজনে ৫ টাকা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির কেজি এখন ৩০ টাকার মধ্যে রয়েছে। তবে সবজির দাম স্বস্তি দিলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম ৫ টাকা বেড়েছে। পুরনো আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিপিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে আরও কমেও মিলছে কপি। মুলার কেজি ১০ থেকে ১৫ টাকার মধ্যে। বড় লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আর গাজর প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, উস্তের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে পুরোপুরি স্বস্তি না ফিরলেও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নিয়ন্ত্রণে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

এর আগে আলুর অস্বাভাবিক দাম বাড়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই দফা আলুর দাম বেধে দেয় সরকার। সর্বশেষ ৭ অক্টোবর খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

এ বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী রফিক মোল্লা বলেন, বাজারে এখন নতুন আলুর সরবরাহ বেড়েছে। সাইজও মোটামুটি ভালো। ফলে নতুন আলুর প্রতি ক্রেতাদের ঝোঁক বেড়েছে। এ কারণে পুরনো আলুর দামও কমেছে। নতুন আলুর কেজি এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে এর চেয়ে ছোট আলুর কেজি ১০০ টাকা বিক্রি করেছি। কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও কমে যাবে বলে আমাদের ধারণা।

এদিকে বাজারে স্বস্তি ফেরায় খুশি ক্রেতারাও। কিছুদিন অগেও রেশির ভাগ সবজির দাম ছিল ১০০ টাকার উপরে। এখন সেসব সবজির দম কমেছে অর্ধেকের বেশি।

ক্রেতারা জানান, সবজির দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। এখন একশ টাকা দিয়ে অনেকগুলো সবজি পাওয়া যাচ্ছে। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনো বেশি। আলু, পেঁয়াজের দাম আরও কমা উচিত। পুরনো আলুর কেজি আগের মতো ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম কমেছে। এখন নতুন আলুর সরবরাহ বাড়বে এবং দাম কমবে। গুলশান কাঁচা বাজারে নিত্যপণ্য কিনতে আসা রহিমা নামে এক ব্যক্তি বলেন, বাজারে এখন এসে অনেকটা ভালো লাগে। অল্প টাকায় অনেক বাজার করতে পারি।

নিউজ লাইট ৭১ whatsapp sharing button